মস্কোর কবরস্থানে ওয়াই-ফাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/13/photo-1450013838.jpg)
ইন্টারনেটকে সহজ করেছে ওয়াই-ফাই যন্ত্র। অফিস, বাসা, রেল বা বাসস্টেশন, গাড়িসহ প্রায় প্রতিটি স্থানেই এখন ওয়াই-ফাই যন্ত্র দেখা যায়। তবে রাশিয়া ওয়াই-ফাই যন্ত্রকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশটির রাজধানীর মস্কোর কবরস্থানেও স্থাপন করা হচ্ছে ওয়াই-ফাই যন্ত্র। তবে হ্যাঁ, এটি কবরস্থানে শায়িতদের জন্য নয়, বরং সেখানে আসা মৃতের স্বজনদের প্রয়োজনে।
মস্কোর শহর কর্তৃপক্ষ সিটিভিকে জানিয়েছে, ভাগানকোভো, ট্রোইকুরোভো এবং নভোদেভিচি কবরস্থান ওয়াই-ফাইয়ের আওতায় আনা হচ্ছে। আগামী বছরের মধ্যেই এই ওয়াই-ফাই চালু হবে। তিনটি কবরস্থানই গুরুত্বপূর্ণ কারণে এসব স্থানে সমাধিস্থ হয়েছেন দেশটির আলোচিত লেখক আন্তন চেখভ, রাজনীতিবিদ নিকিতা খ্রুশ্চভ ও রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনসহ আরো অনেকে।
মস্কো শহরের কবরস্থান সম্পর্কিত বিভাগের মুখপাত্র লিলিয়া লভস্কিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, উল্লিখিত তিনটি কবরস্থানকে খোলা জাদুঘর বলা যায়। অনেক সময়ই এখানে আসা দর্শনার্থীরা সমাধিস্থ ব্যক্তিদের সম্পর্কে জানতে চান।
লিলিয়া লভস্কিয়া আরো বলেন, তিনটি কবরস্থানে ওয়াই-ফাই ইন্টারনেট জনপ্রিয় হলে মস্কোর ১৩৩টি করবস্থানের সবগুলোতেই এই সেবা চালু হবে।
মস্কো শহর কর্তৃপক্ষের ওয়েবসাইট অনুযায়ী, সেখানে প্রতিবছর এক লাখ ২০ হাজার মানুষের কবর দেওয়া হয়। আর শহরে মোট কবরের সংখ্যা ৮০ লাখ।
অবশ্য কবরস্থানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রাশিয়ার জন্য নতুন নয়। ভাগানকোভো ও নভোদেভিচি কবরস্থানে জিপিএস প্রযুক্তির আওতায় আছে, যা বিখ্যাত ব্যক্তিদের সমাধি খুঁজতে সহায়তা করে। আর চলতি বছর অক্টোবরে কবরস্থানের জমি বিক্রি হয়েছে অনলাইনে।