টিভির চেয়ে ইন্টারনেটে বেশি আগ্রহ শিশুদের

টেলিভিশন দেখার চেয়ে ইন্টারনেট ব্যবহারের দিকে বেশি ঝুঁকে পড়ছে শিশু-কিশোররা। যুক্তরাজ্যে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে পরিচালিত এই জরিপের ফলাফলে জানানো হয়েছে, তারা দৈনিক গড়ে তিন ঘণ্টা সময় কাটাচ্ছে ইন্টারনেটে। অন্যদিকে টিভি দেখায় ব্যয় করছে গড়ে দুই ঘণ্টা।
টেলিভিশন দেখার এই গড় দিন দিন কমেই যাচ্ছে। ২০০০ সালের দিকে শিশু-কিশোররা গড়ে তিন ঘণ্টা ব্যয় করত টেলিভিশনের অনুষ্ঠান দেখে। এখন আগের চেয়ে সেটা গড়ে এক ঘণ্টা কমে এসেছে।
তবে টেলিভিশনের জায়গা দখল করে নিয়েছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের গড় সময় বাড়ছে দ্রুতগতিতে। অন্যদিকে বই পড়ার হার কমেছে বেশ। ২০১২ সালে শিশু-কিশোররা যেখানে দৈনিক এক ঘণ্টা বই পড়ে সময় কাটাত, তা এখন মাত্র আধা ঘণ্টায় নেমে এসেছে।
দুই হাজার শিশু-কিশোরের ওপর পরিচালিত এই অনলাইন জরিপ অবশ্য বিভিন্ন ভিডিও স্ট্রিমিং সাইট ও অনলাইন টিভি দেখার সার্ভিসকেও ইন্টারনেট ক্যাটাগরিতেই ফেলেছে। তার ফলে হয়তো টিভি প্রোগ্রাম দেখার হিসাব ঠিকঠাক পাওয়া যাবে না।
গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্টারনেটে ব্যয় করা সময়ের একটি বড় অংশ দখল করে আছে ইউটিউব। ইউটিউবে ভিডিও দেখার ব্যাপারেও তাদের বিভিন্ন পছন্দ রয়েছে। জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ শিশু-কিশোর জানিয়েছে, তারা ইউটিউবে মূলত মিউজিক ভিডিও দেখে সময় কাটায়। অন্যদিকে ২৯ শতাংশ বলছে, তারা ইন্টারনেটে মজার ভিডিও দেখতে পছন্দ করে। আর বাদবাকি অংশগ্রহণকারীদের পছন্দের তালিকায় রয়েছে গেমিং ভিডিও, ব্লগ কিংবা টেলিভিশনের অনুষ্ঠান।
গবেষণা প্রতিষ্ঠান চাইল্ডওয়াইজ রিসার্চের পরিচালক সাইমন ল্যাগেটের মতে, ‘টিভি দেখার ব্যাপারটা পুরোপুরি পাল্টে গেছে। শিশুরা এখন তাদের নিজেদের পছন্দের অনুষ্ঠান নিজেরাই খুঁজে নিচ্ছে। যদিও গতানুগতিক টিভি অনুষ্ঠানও তারা দেখে, তবে আনলাইনে অনুষ্ঠান দেখার ব্যাপারেই তাদের বেশি আগ্রহ।’
জরিপে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকরা। গবেষণায় দেখা যায়, ইন্টারনেট ব্যবহারের জন্য ডিভাইসের ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রথম পছন্দ ট্যাব। ল্যাপটপ কিংবা ডেস্কটপের তুলনায় ট্যাবই তাদের প্রথম পছন্দ।