নিজের দিকে বন্দুক তাক করে গুলি!

সুস্থ-স্বাভাবিক মস্তিষ্কে নিজের দিকে বন্দুক তাক করে গুলি করলেন তিনি। বন্দুক থেকে তীব্র বেগে ছুটল গুলি। আর আশঙ্কায় শিউরে উঠলেন ওই ব্যক্তি। তবে গুলি তাঁর গায়ে লাগার আগেই মেঝেতে পড়ল। সুংমিংপুলে পানির নিচে বিজ্ঞানের একটি পরীক্ষার অংশ হিসেবেই এ ঘটনা। পরীক্ষার ভিডিওটি বেশ আলোচিত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সুংমিংপুলে নিজের দিকে গুলি করার পরীক্ষাটি করেন নরওয়ের পদার্থবিজ্ঞানী আন্দ্রিয়াস সোলবার্গ ওয়াল। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী, পানির মধ্যে বন্দুকের গুলি বেশি দূর যাওয়ার কথা নয়। পানির অণুগুলো বাতাসের চেয়ে অনেক ঘনভাবে অব্স্থান করে। এই অণুর ভিড় ভেদ করে বন্দুকের গুলি কয়েক ফুট দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না। তবে সূত্রের কথা একরকম আর বাস্তবে নিজের ওপর পরীক্ষা চালানো ভিন্ন কথা।
ইউটিউবের এনআরকে ভিটেন চ্যানেলে ভিডিওতে দেখা যায়, সোলবার্গ নিজের ওপর পরীক্ষা চালানোর প্রস্তুতি নেন। গলা পর্যন্ত পানিতে নেমে যান তিনি। মাত্র কয়েক ফুট দূরে রাখা হয়েছিল একটি আধা স্বয়ংক্রিয় বন্দুক। একটু সুতা দিয়ে বন্দুকের ট্রিগারটি বেঁধে নিজের হাতে ধরেছিলেন সোলবার্গ। ওই সুতা টান দিলেই গুলি হবে। লম্বা দম নিয়ে সুতো টান দিলেন সোলবার্গ, বন্দুক থেকে বের হলো গুলি। কিন্তু পানির অণুর চাপে এক থেকে দেড় ফুট দূরে গিয়েই গতি হারাল গুলি। ধীরে ধীরে গুলিটি পড়ে গেল সুংমিংপুলের মেঝেতে। সুংমিংপুলের পানি স্বচ্ছ থাকায় পুরো ঘটনাটিই ভিডিওতে উঠে আসে। আর দর্শকদের বোঝার সুবিধার্থে গুলি করার পর থেকে সুংমিং পুলের মেঝেতে গুলি পড়ে যাওয়া পর্যন্ত অংশ ধীরে (স্লো মোশনে) দেখানো হয়েছে।
জানা গেছে, গত সপ্তাহের শেষে ইউটিউবে আন্দ্রিয়াস সোলবার্গের পরীক্ষার ভিডিওটি প্রকাশ করা হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৭০ লাখ বার ভিডিওটি দেখা হয়েছে।
আন্দ্রিয়াস সোলবার্গের পরীক্ষার ভিডিওটি দেখুন :