‘স্মার্ট মিরর’ বানালেন গুগলের ইঞ্জিনিয়ার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/02/03/photo-1454496409.jpg)
অনেক খুঁজেছেন। কিন্তু শেষমেশ কোথাও না পেয়ে নিজেই একটা ‘স্মার্ট মিরর’ বানিয়ে ফেলেছেন ম্যাক্স ব্রাউন। পেশায় তিনি গুগলের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
ব্রাউনের তৈরি এই আয়নায় রয়েছে ডিসপ্লে প্যানেল, কন্ট্রোলার বোর্ড। স্মার্ট এই আয়নায় দিন, তারিখ, সময়, তাপমাত্রা এগুলোর নোটিফিকেশন দেখা যাবে।
এর সঙ্গে সঙ্গে নিউজ ওয়েবসাইটগুলোর আরএসএস ফিড থেকে পাওয়া খবরও দেখা যাবে স্মার্ট মিররে। এ খবর জানিয়েছে ব্যবসাবিষয়ক সাময়িকী বিজনেস ইনসাইডার এবং প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনো বাফেলো।
স্মার্ট মিররের সফটওয়্যারটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। তাই সাধারণ আয়নার চেয়ে এই স্মার্ট মিরর ব্যবহারকারীদের অনেক বেশি এগিয়ে রাখবে।
তবে এই স্মার্ট মিররের উদ্ভাবক ব্রাউন বলছেন, এখনো অনেক কাজ তাঁর করা বাকি। ট্র্যাফিকের আপডেট, রিমাইন্ডার, এমনকি গুগল নাউ-এর মতো ফিচারও এই স্মার্ট মিররে যোগ করার কথা ভাবছেন তিনি।
সে সঙ্গে ভয়েস রিকগনিশনের মাধ্যমেই যেন আয়নাটিকে দিয়ে প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়া যায়, সেটা নিয়েও ভাবছেন ব্রাউন। তবে আপাতত স্মার্ট মিররের একটি প্রোটোটাইপ সংস্করণ তৈরি করেছেন ব্রাউন।
ব্রাউনের এই স্মার্ট মিররের পেছনে রয়েছে একটি ডিসপ্লে বোর্ড। এই বোর্ডে রয়েছে অ্যামাজন ফায়ার টিভি স্টিক, যেখানে মিররটি চালানোর সফটওয়্যার রয়েছে। এই বোর্ডেই রয়েছে পাওয়ার বাটন ও গ্রিন এলইডি।