ফেব্রুয়ারি ছিল শত বছরের উষ্ণতম মাস!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/18/photo-1458315535.jpg)
চলতি বছরের ফেব্রুয়ারি ছিল শতাব্দীর উষ্ণতম মাস। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই তথ্য জানিয়েছে। আর এমন তাপমাত্রার জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও এল নিনোকে দায়ী করা হচ্ছে। আর পূর্বের ধারণার চেয়েও বিশ্বের তাপামাত্রা দ্রুত বাড়ছে বলে মনে করেন নাসার গবেষকরা।
নাসার গবেষকরা বলেন, বিশ্বের তাপমাত্রা দ্রুত বৃদ্ধির পেছনে এল নিনোর চেয়ে মানবসৃষ্ট কারণই বেশি দায়ী।
নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের (জিআইএসএস) পরিচালক গেভিন স্মিড বলেন, সাধারণত কোনো মাসকে উল্লেখ করে তিনি কোনো বক্তব্য দেন না। তবে গত মাসের জন্য আলাদা কিছু বলতে তিনি বাধ্য হয়েছেন। তিনি বলেন, গত বছর প্রশান্ত মহাসাগরে এল নিনো ছিল জোরালো। তবে তাপমাত্রা বৃদ্ধির জন্য মানুষও দায়ী।
নাসা জানিয়েছে, ১৯৫১ থেকে ১৯৮০ পর্যন্ত গড় তাপমাত্রার চেয়ে গত ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা ১ দশমিক ৩৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বিষয়ক গবেষক জেফ মাস্টার ও বব হেনসেন বলেন, ফেব্রুয়ারি মাসের গড় তাপমাত্রা গড়ের চেয়ে দশমিক ২১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এভাবে চলতে থাকলে বছরে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা সম্ভব নাও হতে পারে। এর আগে সর্বোচ্চ উষ্ণ ফেব্রুয়ারি ছিল ১৯৯৮ সালে।