উল্কাপিণ্ড বিক্রি!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/13/photo-1460531523.jpg)
মহাশূন্যের হাজারকোটি মাইল দূর থেকে আসা কিছু উল্কা আঘাত হানে পৃথিবীতে। ভূপৃষ্ঠে উল্কার আঘাত এবং এই আঘাতের স্থান বেশ গুরুত্ব নিয়েই গবেষণা হয়। আবার উদ্ধারের পর এসব উল্কার কিছু ভগ্নাংশ হয়ে যায় মূল্যবান পণ্য। আকৃতি ও বিভিন্ন বৈশিষ্ট অনুযায়ী বেশ উচ্চমূল্যেই বিক্রি হয় উল্কাপিণ্ড।
এনডিটিভি জানিয়েছে, আগামী ২০ এপ্রিল লন্ডনে এক নিলামে বিক্রির জন্য তোলা হবে ৭৬টি উল্কাপিণ্ড। আয়োজন বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি।
উল্কাপিণ্ড নিলামে বিশেষজ্ঞ জেমস হিসলো বলেন, এর দাম বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। এটি সাধারণ কোনো পণ্য নয়। এ ছাড়া বিশ্বে বিক্রির মতো উল্কাপিণ্ডের সংখ্যাও বেশ সীমিত। খুব কম সময়ই এই সংখ্যা বেড়েছে। তবে ২০১৩ সালে সাইবেরিয়ায় উল্কাপাতের পর এর সংখ্যা বেশ বেড়েছে।
উল্কাপিণ্ড বিশেষজ্ঞ জেমস হিসলো বলেন, উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে আঘাত হানার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর তাপমাত্রার কারণেই এমনটি ঘটে। তাই বড় আকৃতির উল্কাপিণ্ড তেমন একটা পাওয়াই যায় না।
জানা গেছে, ঐতিহাসিকভাবেই উল্কাপিণ্ড বিক্রি হয় গ্রাম পরিমাণে। ওজন বাড়লে তুলনামূলকভাবে দামও কয়েকগুণ বেড়ে যায়। তবে সম্প্রতি উল্কাপিণ্ডের দামের জন্য এর ইতিহাসও গুরুত্ব পায়। মূলত তিনটি বিষয়ের ওপর উল্কাপিণ্ডের মূল্য নির্ভর করে আকৃতি, গঠন, বিজ্ঞান এবং এর পেছনের গল্প।
জেমস হিসলো আরো বলেন, আকৃতি ও প্রকৃতির ওপর নির্ভর করে উল্কাপিণ্ডের মূল্য ৩৫৫ থেকে ১১ লাখ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
অনেক ব্যক্তিগত সংগ্রাহকের কাছে কিছু উল্কাপিণ্ড আছে। আবার অনেক উল্কাপিণ্ড জাদুঘরের কাছ থেকে কিনে নেওয়া হয়। সাধারণত জাদুঘর কর্তৃপক্ষ উল্কার নতুন নমুনা পেলে পুরোনোটি বিক্রি করে দেয়। ক্রিস্টি এমন উল্কাপিণ্ডও নিলামে তুলবে যা নিউইয়র্কের আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টরিতে দীর্ঘদিন প্রদর্শিত হয়েছে। এর দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৪৭০ থেকে এক লাখ ৪২ হাজার ১০০ মার্কিন ডলার।