এমআইএসটিতে রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/02/photo-1462172820.jpg)
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রোবটিক্স ক্লাব আয়োজিত জাতীয় পর্যায়ের ইন্টার ইউনিভার্সিটি রোবটিক্স কম্পিটিশন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৩৩টি দল সাতটি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
এবারের রোবটিক্স কম্পিটিশনে লাইন ফলোয়ার, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শো, রোবো ফাইট, রোবট অলিম্পিয়াড, রিউবিক্স কিউব এবং কোয়াড কোপ্টার চ্যালেঞ্জ আয়োজন করা হয়। পুরো আয়োজনই ছিল সাধারণ দর্শনার্থীর জন্য উন্মুক্ত। তবে আয়োজনে অংশ নেওয়া দর্শনার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে অংশ নিতে হয়েছে, যে কারণে নিরাপত্তাব্যবস্থা ছিল দৃঢ়।
লাইন ফলোয়ার রেসে অংশগ্রহণকারী প্রতিযোগীদের রোবটকে একটি নির্দিষ্ট ট্র্যাক দিয়ে যেতে হয়। এটি দিয়ে রোবট নিয়ন্ত্রণে প্রতিযোগীরা কতটা সফল, সেটি দেখা হয়। লাইন ফলোয়ার রেসের চ্যাম্পিয়ন হয় ডুয়েটের টিম রোবো এক্সপ্রেস।
রোবো ফাইটে ৩০টি দল নিজেদের বানানো রোবট নিয়ে অংশ নেয়। দুই দলের রোবটের মধ্যে যুদ্ধ হয়। রোবো ফাইটের চ্যাম্পিয়ন হয় এমআইএসটির রোবো এক্সট্রিম এবং এআইইউবির নিহজা-২। রিউবিক্স কিউব প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি করে রিউবিক দেওয়া হয়। সবার আগে সব রং মিলিয়ে চ্যাম্পিয়ন হন হুমায়ুন রবিন রাসেল। রোবট অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হন এমআইএসটির মুশফিকুর রহমান। প্রজেক্ট শোতে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। যেখানে প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবনী শক্তি দিয়ে নতুন কোনো প্রজেক্ট দাঁড় করান। প্রজেক্ট শোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় আহছানউল্লাহ ইউনিভার্সিটির ইনফিনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি, কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা কলেজের মিথেন ডিটেক্টর ও অ্যাবসর্বার এবং রাজউক উত্তরা মডেল কলেজের অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিং লাউঞ্চ।
কোয়াড কোপ্টার চ্যালেঞ্জে কোয়াড কোপ্টার দিয়ে ১০০ মিটার পথ অতিক্রম করতে হয়েছিল প্রতিযোগীদের। কঠিন এ প্রতিযোগিতায় একটি মাত্র দল সুষ্ঠুভাবে এই দূরত্ব পাড়ি দেয়। কোয়াড কপ্টার চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হয় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের রোটর ফোর হোপ। পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয় এমআইএসটির ইন্টারনাল কন্ট্রোলার সার্ভেলেন্স রোবট।গত শনিবার সকাল ৮টার ৪৫ মিনিটে শুরু হওয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মুহাম্মদ জাফর ইকবাল। আরো উপস্থিত ছিলেন এমআইএসটির রোবটিক্স ক্লাবের পরামর্শক গোচ্ছাম ই হায়দার এবং প্রধান পৃষ্ঠপোষক ব্রিগেডিয়ার জেনারেল হোসাইল হোসেন খান।