ব্যাগেই যখন স্কেটবোর্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/29/photo-1464504658.jpg)
যানজটে আটকে থাকতে কার ভালো লাগে? গন্তব্যের কাছাকাছি এসে রাস্তায় বসে থাকাটা খুবই কষ্টের।
এ ছাড়া কাছাকাছি কোথাও যাওয়ার জন্য যদি ছোটখাটো ও বহনযোগ্য বাহন থাকে, তাহলে কিন্তু সুবিধাই হয়।
এ কথা মাথায় রেখেই ব্রাজিলভিত্তিক একদল প্রকৌশলী তৈরি করেছেন ‘মোভপ্যাক’, যা আসলে একটি ব্যাগপ্যাক এবং এর মধ্যে রয়েছে একটি ইলেকট্রনিক স্কেটবোর্ড। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ডটকম।
ব্যাগপ্যাকের মধ্যে স্কেটবোর্ড ঢুকিয়ে দেওয়ার আইডিয়াটা মাথায় আসে মোভপ্যাকের সহপ্রতিষ্ঠাতা হুগো দৌরাদোর মাথা থেকে। ব্রাজিলিয়ান এই আবিষ্কারক বেলজিয়াম ও নেদারল্যান্ডস ঘুরতে গিয়েছিলেন। সেখানে ট্রেনযাত্রার সময় যাত্রীদের গাড়ি ও মোটরবাইক গ্যারেজে জমা রেখে যেত হতো। সেখান থেকেই এ ধরনের সহজ ও বহনযোগ্য বাহন তৈরির আইডিয়া দৌরাদোর মাথায় আসে।
তবে এর দাম বেশ চড়া। সবচেয়ে কম দামি ব্যাগপ্যাকটির দাম ৯৯৯ মার্কিন ডলার। সর্বোচ্চ এক হাজার ২৯৯ ডলার দামের স্কেটবোর্ড রয়েছে।
বাজারে ছাড়ার আগে এই স্কেটবোর্ডটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেছেন এর নির্মাতারা। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর রাস্তায় চালানো হয়েছে স্কেটবোর্ডটি।
এই ইলেকট্রিক স্কেটবোর্ডটি চলে ব্যাটারির সাহায্যে। আর এটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে দুই ঘণ্টা। একবার পুরোপুরি চার্জ দিলে টানা ১০ মাইল চলতে পারবে স্কেটবোর্ডটি।
আর এই চার্জার দিয়ে স্মার্টফোন ও ট্যাবের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোতেও চার্জ দেওয়া যাবে। স্কেটবোর্ডটি চালানোর জন্য রয়েছে একটি রিমোট কন্ট্রোল। এর মাধ্যমে স্কেটবোর্ডটির গতি বাড়ানো কমানো বা এটাকে থামানো যাবে।
ঘণ্টায় সর্বোচ্চ ১৫ মাইল বেগে ছুটতে পারবে এই স্কেটবোর্ড। হাঁটা বা সাইকেল চালানোর দারুণ এক বিকল্প হতে পারে এটি। স্কেটবোর্ডসহ ব্যাগপ্যাকটির ওজন ১৭ পাউন্ড।