ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে গুগল আইও
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/31/photo-1464710093.jpg)
নতুন প্রযুক্তির জানান দিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল আইওর বাংলাদেশ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতার কথা জানাবেন প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্মেলন গুগল আইওতে অংশগ্রহণকারী চার তরুণ।
আজ মঙ্গলবার গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। আগামী শনিবার গ্রামীণফোনের বসুন্ধরা আবাসিক এলাকার ‘জিপি হাউসে’ আয়োজিত হবে ওই অনুষ্ঠান। আইও রিপ্লের আয়োজক গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে থেকে মাউন্টেন ভিউ শোরলাইন আম্পিথিয়েটারে আয়োজিত হয় গুগল আইও। দশমবারের মতো গুগলের বার্ষিক এ সম্মেলনে অংশ নিয়েছে গুগল প্লাটফরমে যুক্ত বিশ্বের শীর্ষ ডেভেলপার, ডিজিটাল এক্সপার্টস ও প্রযুক্তি পেশাজীবীরা।
গুগল আইও ফেরত চার তরুণ অনুষ্ঠানে বক্তব্য দেবেন। রংপুরের রাখশান্দা রুখাম প্রতিনিধিত্ব করছেন উইমেন টেক মেকারস এবং জিডিজি ঢাকাকে, পুরান ঢাকার মাহাবুব হাসান প্রতিনিধিত্ব করছেন জিডিজি ঢাকাকে, রাজশাহীর ইশতিয়াক রেজা করছেন জিডিজি সোনারগাঁকে এবং জাবেদ সুলতান প্রতিনিধিত্ব করছেন জিডিজি বাংলাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে বক্তৃতা করবেন গুগল ডেভেলপার গ্রুপের উপদেষ্টা আরিফ নিজামী, গ্রামীণফোনের হেড অব ট্রান্সফরমেশন কাজী মাহবুব হাসান, হেড অব ইনোভেশন অ্যান্ড ইকোসিস্টেম সৈয়দ আশিকুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল।
গত বছর আইও রিক্যাপে রেজিস্ট্রেশন করে পাঁচ হাজার মানুষ যার মধ্যে ৭০০ জন অংশগ্রহণের সুযোগ পায়। এ ব্যাপারে গুগল ডেভেলপারে কনফারেন্সের বক্তা রাখশান্দা রুখাম বলেন, ‘আইও রিপ্লেতে দর্শক বাংলাদেশে বসেই আইও আয়োজনের স্বাদ পাবেন। আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি যাতে চমৎকার কিছুর দেখা পায় দর্শকরা।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সেশনগুলোতে মূলত মোবাইল, ইন্টারনেট অব থিংগস, স্মার্ট ডিভাইস প্রাধান্য পাবে। অনুষ্ঠানে রেডিও পার্টনার রেডিও ফূর্তি এবং সহযোগী পেরিউরল্যাব।
অংশগ্রহণকারীরা www.kokhon.com/googleio or www.bit.ly/iobd2016 তে রেজিস্ট্রেশন করতে পারবে।