বিষাদগ্রস্ততার ওষুধ খুঁজতে রক্ত পরীক্ষা

বিশেষ রক্ত পরীক্ষার মাধ্যমে খুঁজে দেওয়া হবে বিষাদগ্রস্ত রোগীদের জন্য সবচেয়ে কার্যকর ওষুধ। এমন রক্ত পরীক্ষার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা।
গবেষকরা বলেন, বর্তমানে বিভিন্ন ওষুধ রোগীদের ওপর প্রয়োগ করে সবচেয়ে কার্যকরটি খুঁজে বের করা হয়। তবে বিশেষ রক্ত পরীক্ষায়ই জানা যাবে, কোনো ওষুধটি নির্দিষ্ট রোগীর ক্ষেত্রে সবচেয়ে কার্যকর।
রক্ত পরীক্ষা করে বিষাদগ্রস্ততার কার্যকর ওষুধ নিয়ে গবেষণা করছেন যুক্তরাজ্যের কিংস কলেজের একদল গবেষক। জানা গেছে, মাত্র ১৪০ জন স্বেচ্ছাসেবকের ওপর গবেষণা চালান এই বিজ্ঞানীরা। পরে ওই পরীক্ষার ভিত্তিতে বিষাদগ্রস্ততার ওষুধ জানানো হয়। তবে পরীক্ষার ভিত্তিতে বিষাদগ্রস্ততার ওষুধ নির্ণয়ের বিষয়টি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে হলে আরো গবেষণা প্রয়োজন।
গবেষণায় উচ্চমাত্রায় বিষাদগ্রস্ত রোগীদের ক্ষেত্রে সাধারণ এসএসআরআই বা ট্রাইসাইক্লিক ওষুধ দেওয়া থেকে বিরত রাখা হয়। এ ক্ষেত্রে বিশেষ কার্যক্ষমতার ওষুধ দেওয়া হয়।
কিংস কলেজের গবেষক কার্মাইন পারিআনতে বলেন, গবেষণালব্ধ এই জ্ঞান নির্দিষ্ট ব্যক্তিদের চিকিৎসায় ব্যবহার করা যাবে। আর ওষুধ কার্যকর হলে বিষাদগ্রস্তের গভীর চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকবেন চিকিৎসকরা।