এক্সবক্স ও প্লেস্টেশনে নতুন রূপে সুপারহিরোরা
কেবল সিনেমার পর্দায় নয়, গেমিং জগতেও মার্ভেলের সুপারহিরোরা দারুণ জনপ্রিয়। হলিউড বা পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমাপর্দায় এখন চলছে মার্ভেলের দাপট। এমন সময় এর প্রভাব গেমিং গ্যাজেটে না থাকলে কি আর হয়! ‘মার্ভেল : আলটিমেট অ্যালায়েন্স ১ এবং ২’ তাই শিগগিরই আসছে প্লেস্টেশন ৪ এবং এক্সবক্স ওয়ানে।
পুরোনো দিনের গেমাররা এখনো প্লেস্টেশন ২ আর এক্সবক্সে মার্ভেলের সুপারহিরোদের নিয়ে দুর্দান্ত অ্যাডভেঞ্চার আর মিশনের কথা ভুলতে পারেন না। ২০০৬ সালে অ্যাকটিভিশন আর মার্ভেল একাট্টা হয়ে গেমারদের উপহার দিয়েছিল ‘মার্ভেল : আলটিমেট অ্যালায়েন্স’। বছর তিনেক পর এসেছিল এর সিক্যুয়েল। দুটি গেমই দারুণ জনপ্রিয় ছিল সে সময়।
সে সময়কার জনপ্রিয়তা এবং বর্তমান সময়ের চাহিদা, এই বিবেচনার সাপেক্ষেই আবার নতুন করে রিলিজ দেওয়া হচ্ছে গেম দুটি। দুটি গেমেই সর্বোচ্চ চারটি ক্যারেক্টার ব্যবহার করে নিজস্ব টিম তৈরি করা হবে। এ জন্য মোট ২৫টি ক্যারেক্টারের থেকে নিজেদের ইচ্ছেমতো বাছাই করতে পারবেন গেমাররা।
গেমগুলো কবে নাগাদ মুক্তি পেতে যাচ্ছে, এ ব্যাপারে অবশ্য এখনো পাকাপাকি দিনক্ষণের হদিস মেলেনি। গেমজোন ডট কমের ধারণা, বেশিদিন অপেক্ষা করতে হবে না গেমারদের।