জিডিজি সোনারগাঁর আয়োজনে গুগল আইও এক্সটেনডেড অনুষ্ঠিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/22/photo-1466605224.jpg)
গত মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত হয়েছে গুগলের সবচেয়ে বড় ডেভেলপার সম্মেলন ‘গুগল আইও’। গুগল সামনে কী প্রযুক্তি নিয়ে আসছে, সেগুলো তুলে ধরা হয় ওই সম্মেলনে। এতে যোগ দেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ডেভেলপার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
গুগল আইওর আদলে বাংলাদেশে গুগল আইও এক্সটেনডেড সম্মেলনের আয়োজন করে গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) সোনারগাঁ। আইও এক্সটেনডেড বাংলাদেশের প্রচার সহযোগী হিসেবে রয়েছে এনটিভি অনলাইন।
আজ বুধবার রাজধানীর ধানমণ্ডির ইএমকে সেন্টারে দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জিডিজি সোনারগাঁ এর আয়োজনে গুগল আইও এক্সটেনডেড। এতে বক্তব্য রাখেন, ‘লেটস ইট’ এর প্রধান নির্বাহী আরিফুর রহমান, ‘জুমশেপার’-এর প্রধান নির্বাহী কাওসার আহমেদ, হেড অব এনটিভি অনলাইন ফকরউদ্দীন জুয়েল, স্টুডিওপিক্সেল ঢাকার প্রধান নির্বাহী তানবীন আমিন, অ্যাজুলেশন ইঞ্জিনিয়ার্স ও সফটওয়্যার এর মেহেদি হাসান ও জিডিজি সোনারগাঁয়ের কমিউনিটি ম্যানেজার ইশতিয়াক রেজা।
‘লেটস ইট’-এর প্রধান নির্বাহী আরিফুর রহমান জানান, লেটস ইট একটি অ্যানড্রয়েড অ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিকটবর্তী এলাকায় পছন্দের খাবার দোকান ও খাবার খুঁজে পাবেন। ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এই অ্যাপটি। তিনি জানান, বর্তমানে দেড় হাজারের রেস্টুরেন্টের রিভিউ রয়েছে এই অ্যাপটিতে।
অ্যাজুলেশন ইঞ্জিনিয়ার্স ও সফটওয়্যারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেহেদি হাসান গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যানড্রয়েড এন’-এর বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়েব ডিজাইন ও ডেভেলপার প্রতিষ্ঠান জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ নিজের অভিজ্ঞতায় উদ্যোগ গ্রহণ ও নিজের তৈরি প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। ওয়েব ডিজাইনিংয়ের বিভিন্ন দিকও তিনি তুলে ধরেন।
বাংলাদেশে অ্যানিমেশন নিয়ে স্বল্প পরিসরে কাজ হলেও এর রয়েছে অপার সম্ভাবনা। আর এই সম্ভাবনার কথাই তুলে ধরেন স্টুডিওপিক্সেল ঢাকার প্রধান নির্বাহী তানবীন আমিন। তিনি বলেন, ‘অনেক ধাপে একটি অ্যানিমেশন তৈরি করা হয়। তবে ভালো অ্যানিমেশন তৈরি করার জন্য এখনো আমাদের দেশে পর্যাপ্ত ও দক্ষ লোকবল নেই।’ তরুণদের এই মাধ্যমে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
এনটিভি অনলাইনের সূচনা ও পথচলার কথা জানান হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন জুয়েল।
সব শেষে বক্তব্য দেন জিডিজি সোনারগাঁর কমিউনিটি ম্যানেজার ইশতিয়াক রেজা। বাংলাদেশ থেকে যে চারজন যুক্তরাষ্ট্রে গুগল আইওতে যোগ দিয়েছিলেন তিনি তাঁদের একজন। গুগল আইওতে অংশ নেওয়ার অভিজ্ঞতা তিনি উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন। তিনি জানান, সবাইকে নিজের অবস্থান থেকে কিছু করার উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। সামনের দিনগুলোতে প্রযুক্তি দ্রুত পাল্টে যাচ্ছে এবং এর সাথে তাল মিলিয়ে পৃথিবীর সব প্রান্তের মানুষই প্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন। এখানে বাংলাদেশকে অবশ্যই ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর আহমেদ ঢালী। এর আগে জিডিজি বাংলার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল গুগল আইও এক্সটেনডেডের আরেকটি আয়োজন। ওই আয়োজনেরও প্রচার সহযোগী ছিল এনটিভি অনলাইন।