ট্যাটু দিয়ে চালানো যাবে ফোন!

অনেকে শখের বসে শরীরে ট্যাটু করে থাকেন। সেটা শুধু ফ্যাশনের জন্যই। তবে সেটা দিয়ে যে ফোন চালানো যায় সেই ধারণা ব্যবহারকারীদের ছিল না। আর সেই ধারণা নিয়ে কাজ করে সাফল্যও পেয়েছেন গবেষকরা।
শরীরের চামড়ায় লাগানো অস্থায়ী ট্যাটু দিয়ে স্মার্টফোন চালানোর ব্যবস্থা করতে যাচ্ছেন তারা। এ নিয়ে প্রাথমিক গবেষণা শেষে একটি প্রোটোটাইপ সংস্করণ তৈরি করা হয়েছে।
এমআইটি মিডিয়ার ল্যাবের একদল পিএইচডি গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একদল গবেষক মিলে এই ট্যাটু তৈরি করেছেন। অস্থায়ী এই ট্যাটুর মাধ্যমে টাচপ্যাড বা টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহার করা যাবে। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
এই ট্যাটুটির নাম রাখা হয়েছে ‘ডুয়ো স্কিন’। আগামী মাসে এটি প্রদর্শন করা হতে পারে। গবেষকরা বলছেন, যে কোনো গ্রাফিকস সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে প্রথমে। আর এর ভেতরে জুড়ে দেওয়া হবে সোনালি তার, যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব। এ ছাড়া একে আরো কীভাবে ফোনের সঙ্গে সংযুক্ত করা যায় তা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছেন গবেষকরা।
অর্থাৎ ট্যাটুর ওপর হাত বোলালেই সেটা ফোন স্ক্রিনের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে দূর থেকেই টাচস্ক্রিনটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এ ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে ট্যাটুর মধ্যে এলইডি বাতির সাহায্যে আলো জ্বালানো যাবে। এতে ট্যাটুগুলো হবে আরো আকর্ষণীয়।
তবে এ ধরনের গবেষণা এবারই প্রথম নয়। ২০১০ সালেও এ রকম এক গবেষণা চালিয়েছিলেন পেনসিলভেনিয়ার কার্নেইগ মেলন ইউনিভার্সিটির এক ছাত্র। সেই প্রকল্পেও সহযোগী ছিল মাইক্রোসফট রিসার্চ। ‘স্কিনপুট’ নামের ওই গেজেটটি দিয়ে হাতের ওপর টাচস্ক্রিনের মতো করে ছবি আঁকার ব্যবস্থা করা হয়েছিল।