বাংলাদেশকে নিয়ে জাকারবার্গের স্ট্যাটাস

ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশকে নিয়ে। ইন্টারনেট ডট ওআরজির বাংলাদেশে উদ্বোধন উপলক্ষেই তাঁর এই বিশেষ স্ট্যাটাস। এখানে তিনি কর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ইন্টারনেটের গুরুত্বের কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ করেছেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কর্মরত সাংবাদিক জয়ীতা রায়ের কথা। পাঠকের জন্য স্ট্যাটাসটি ভাষান্তর করে দেওয়া হচ্ছে :
‘আমরা মাত্র বাংলাদেশে রবি নেটওয়ার্কে ইন্টারনেট ডট ওআরজি চালু করেছি! পুরো বিশ্বকে যোগাযোগের আওতায় সম্পৃক্ত করার জন্য এটি আরেক পদক্ষেপ।
বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটির বেশি, কিন্তু ১০ শতাংশেরও কম মানুষ ইন্টারনেট সুবিধার সঙ্গে সংযুক্ত। গবেষণা জানাচ্ছে যে, যাঁরা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে পারছেন, তাঁদের মধ্যে প্রতি ১০ জনে অন্তত একজন দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন। এটা সম্ভব হয়েছে, কারণ ইন্টারনেটের মাধ্যমে চাকরি, শিক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য আর মূল্যবান সব যোগাযোগ মাধ্যমের নাগাল পাওয়া সম্ভব হয়েছে।
বাংলাদেশে এক কোটির বেশি এবং দুনিয়াজুড়ে ১০ কোটির বেশি মানুষকে আমাদের এ আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে।
এই হলো জয়ীতার ছবি। সে বাংলাদেশের একজন সাংবাদিক। চাকরির বিষয়ে হালনাগাদ তথ্য আর সংবাদের অ্যাসাইনমেন্টের সব খবর পাওয়ার জন্য সে তার মোবাইল ফোনটি ব্যবহার করে।’
#কানেক্টবাংলাদেশ #কানেক্টদ্যওয়ার্ল্ড