উইবোতে অ্যাকাউন্ট খুললেন অ্যাপলের বস

টুইটারের মতো চীনা মাইক্রোব্লগিং সাইট উইবো। চীনে টুইটার বন্ধ করে চালু করা হয়েছে উইবো। মার্কিনিদের গোয়েন্দাগিরি ঠেকাতেই চীনাদের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং এই সাইট। চীনে রয়েছে প্রযুক্তি পণ্যের বিশাল বাজার।
আর সে কারণেই উইবোকে বরণ করে নিয়েছেন প্রযুক্তি বিশ্বের রথী-মহারথীরা। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক উইবোতে অ্যাকাউন্ট খুলেছেন এবং খুলেই প্রথম পোস্টে জানিয়েছেন, ‘হ্যালো চায়না! বেইজিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। শিগগিরই পরিবেশবান্ধব সৃষ্টিশীল আইডিয়া নিয়ে আলোচনা হবে।’
স্টিভ জবসের মৃত্যুর পর অ্যাপলের দায়িত্ব পড়ে টিম কুকের কাঁধে। তখন থেকেই প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানো নিয়ে মাথা ঘামাতে হচ্ছে তাঁকে। যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপলের বাজারকে বড় করতে চাইছেন টিম। তাই চীনা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।
সামনেই বেইজিং সফরে যাবেন টিম কুক। সেখানে চীনা ক্রেতাদের জন্য কীভাবে অ্যাপলের পণ্য আরো কাজে লাগানো যায়, তা নিয়ে কাজ করার কথা রয়েছে তার।
উইবোতে টিম কুকের অ্যাকাউন্টটি ভেরিফাইড। প্রায় তিন লাখের মতো ফলোয়ার পেয়েছেন তিনি উইবোতে।
এ ছাড়া উইবোতে অ্যাকাউন্ট খুলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র, টম ক্রুজসহ অন্যান্য সেলিব্রেটি।