৩০০ কর্মী ছাঁটাই করবে টুইটার
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের ব্যবসা বেশ কিছুদিন ধরেই মন্দার দিকে। এর অবশ্যম্ভাবী পরিণাম হিসেবে টুইটার কর্তৃপক্ষের কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও এখন বেশ গা সওয়া হয়ে গেছে বলা যায়। এই চলতি সপ্তাহেই অন্তত ৩০০ জন টুইটার কর্মী আবার চাকরি হারাবেন বলে জানা গেছে স্কাই ডটকমের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার টুইটারের আয়ের হিসাব বিবরণী প্রকাশের আগে এ ঘোষণা দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত পত্রিকা ব্লুমবার্গও এ তথ্য সমর্থন করেছে। তবে টুইটার কর্তৃপক্ষ এই ছাঁটাইয়ের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
গত বছর মন্দা ভাব কাটিয়ে পুনরায় প্রতিযোগিতায় ফিরে আসার লক্ষ্যে টুইটার জ্যাক ডরসিকে প্রধান নির্বাহীর আসনে বসায়। টুইটারকে এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এসেই ডরসি প্রায় শ তিনেক কর্মচারীকে ছাঁটাই করেন। তবে তাতে রক্ষা হয়নি। বছর ঘুরতে না ঘুরতেই আরো কর্মী ছাঁটাইয়ের দিকে যাচ্ছে টুইটার।
এ বছরেই টুইটার লোকসান গুনেছে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। ডিজনির মতো প্রতিষ্ঠান শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে গাঁটছড়া বাঁধার ব্যাপারে আগ্রহ দেখালেও পরে বিপুল লোকসানের বহর দেখে পিছিয়ে যায়। অর্থনৈতিক জটিলতায় টুইটার কর্তৃপক্ষ সম্প্রতি ভারতে বেঙ্গালুরুতে তাদের একটি ডেভেলপমেন্ট সেন্টারের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে।
বিশ্বের প্রায় ২৫টি দেশে টুইটারের আঞ্চলিক অফিস আছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় তিন হাজার ৮৬০ কর্মী কাজ করেন।