ঢাকায় ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট সম্পন্ন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/03/pr-photo-1.jpg)
নানা উদ্ভাবনী আইডিয়া নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ৫ম ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট-২০২৩ শেষ হয়েছে। গত ১ ও ২ ডিসেম্বর রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ সামিট অনুষ্ঠিত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি টেলিকমিউনিকেশন ক্লাব আয়োজিত ও পিকাবু ডটকম এর পৃষ্ঠপোষকতায় এ সামিটের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিইএ)।
শনিবার (০২ ডিসেম্বর) সামিটের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শামস রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ড. মো: মিজানুর রহমান।
এছাড়া, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী এবং কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক ও প্রধান সোহাগ চন্দ্র দাস, ৮৮ ইনোভেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সিইও জে. কবির, এলিট ফোর্স এর সিটিও প্রকৌশলী আব্দুর রহমান রাকিব, টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওসার উদ্দিন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রভাষক মো. খালিদ মাহবুব খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, উদ্যোক্তা হলো সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ব্যক্তি। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তার অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের সামিট দেশের তরুণদের জন্য অত্যন্ত ইতিবাচক, যা তরুণদের উদ্ভাবনী ধারণা সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে।
এ সামিটে সারাদেশ থেকে ১৮টি দল অংশ নেয়। ০১ ডিসেম্বর পিচিং শেষে প্রাথমিকভাবে ১০টি আইডিয়া নির্বাচন করা হয়। পরের দিন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ী তিন দলের নাম ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় জয়ী দল ‘টিম ইকো শেল্টার’কে ১০ হাজার টাকা, দ্বিতীয় হওয়া ‘হাইড্রো জোন’কে ছয় হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জন করায় ‘এসিস হাই’কে চার হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম হিসেবে ন্যাশনাল এন্টারপ্রিনিউরশিপ সামিট কাজ করে বলেও জানায় আয়োজনকারীরা।