গুগল ডুডলে লাল-সবুজের বাংলাদেশ

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। দিনটি উদযাপনে গুগল তাদের হোমপেজে এক বিশেষ ডুডল প্রকাশ করেছে। লাল-সবুজের পতাকা আর নীলের ছোঁয়ায় সেজেছে গুগল।
গুগলের সার্চ বক্সের ঠিক ওপরে চোখ রাখতেই দেখা যায়, লাল রঙের বক্ররেখার মাঝে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা। সবুজ জমিনের ওপর লেখা পরিচিত ‘গুগল’ লেখাটি। যেন লাল-সবুজের মাঝে নীলের বুকে এক টুকরো বাংলাদেশ।
এই ডুডলে ক্লিক করলেই খুলে যায় স্বাধীনতা দিবস সংক্রান্ত নানা ওয়েবসাইটের তালিকা। সেখানে রয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাধীনতা সংগ্রামের নানা অজানা তথ্য।
গুগল ডুডলের নিজস্ব পেজেও রয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে বিশেষ লেখা। সেখানে সংক্ষেপে তুলে ধরা হয়েছে স্বাধীনতা দিবস ও স্বাধীনতা পদকের তাৎপর্য।
গুগলের এই ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগে ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডুডল প্রকাশ করেছিল গুগল। তারপর থেকে প্রতি বছরই স্বাধীনতা দিবসে গুগল নতুন নতুন ডুডল প্রকাশ করে আসছে।
গুগল ডুডল আসলে কী?
বিশ্বের বিভিন্ন দেশ, বিখ্যাত ব্যক্তি, বিশেষ দিন কিংবা আবিষ্কারের প্রতি সম্মান জানাতে গুগল তাদের সার্চ বক্সের ওপরে বিশেষ লোগো তৈরি করে। এই লোগোগুলোই ডুডল নামে পরিচিত।
আজ বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের এই ডুডল যেন লাল-সবুজের প্রতি বিশ্বজুড়ে এক অন্যরকম ভালোবাসা।