বৃষ্টিতে ভেসে গেছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। এখন পর্যন্ত তিন ম্যাচের মধ্যে মাত্র একটি মাঠে গড়িয়েছে। সেই ম্যাচটি জেতে পাকিস্তান। দুই ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজের চতুর্থ ম্যাচ ভরসা ক্যারিবীয়দের।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরই প্রবল বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। পরে দ্বিতীয় ম্যাচ জিতে পাকিস্তান। এই অবস্থায় সিরিজে সমতা ফেরাতে রোববারের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। সেই ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ক্যারিবীয় শিবিরের কাজ কঠিন হয়ে গেল বলা চলে।