লড়াই করেও পাকিস্তানকে হারাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ
লক্ষ্যটা সহজ ছিল না। জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হতো ১৭৩ রান। এ চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে অনেকটাই কাছাকাছি পৌঁছে যায় ক্যারিবীয়রা। কিন্তু শেষ পর্যন্ত পারল না পাকিস্তানকে হারাতে। ওয়েস্ট ইন্ডিজের লড়াই থামিয়ে দাপুটে জয় তুলে নিল বাবর আজমের পাকিস্তান।
গতকাল মঙ্গলবার রাতে করাচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ রানে হারিয়েছে পাকিস্তান। এর আগে সিরিজের প্রথম ম্যাচটিতেও জিতেছিল তারা।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল পাকিস্তান। এগিয়ে গেল ২-০ ব্যবধানে। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এদিন করাচিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্ম রিজওয়ান। এ ছাড়া ইফতিখার আহমেদ করেন ৩২, আর হায়দার আলী করেন ৩১ রান।
জবারব ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তবে, ব্যাটিংয়ে আশা জাগিয়ে ছিল ক্যারিবীয়রা। শেষ ১৮ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৪২ রান, হাতে তখন কেবল দুই উইকেট। সেখান থেকে দ্রুত রান তুলে ব্যবধান কমান শেফার্ড। কিন্তু শেষ দিকে আর সমীকরণ মেলাতে পারেননি। শেফার্ড ১৯ বলে ৩৫ রান করেন। ওপেনিংয়ে নেমে ৬৭ রান করেন কিং।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ২০ ওভারে ১৭২/৮ (রিজওয়ান ৩৮, বাবর ৭, ফখর ১০, হায়দার ৩১, ইফতিখার ৩২, নওয়াজ ১, আসিফ ৯, শাদাব ২৮*, ওয়াসিম ৫, হারিস ০*; আকিল ৪-০-১৬-১, ওশেন টমাস ৩-০-৩৫-১, শেফার্ড ৩-০-২৯-১, ওয়ালশ ৪-০-৩০-১, ড্রেকস ৩-০-৩৪-০, স্মিথ ৩-০-২৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৩ (হোপ ১, কিং ৬৭, ব্রুকস ১০, পুরান ২৬, পাওয়েল ৪, স্মিথ ১২, শেফার্ড ৩৫*, ড্রেকস ০, ওয়ালশ ০, আকিল ২, টমাস ০; আফ্রিদি ৪-০-২৬-৩, নওয়াজ ৪-০-৩৬-২, ওয়াসিম ৪-০-৩৯-২, হারিস ৪-০-৪০-২, শাদাব ৪-০-২২-০)
ফল: পাকিস্তান ৯ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে পাকিস্তান।