পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ
টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান। এবার হোয়াইটওয়াশের কাজটাও সেরে নিল বাবর আজমের দল। আশা জাগিয়েও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশড হলো ক্যারিবীয়রা।
গতকাল রোববার রাতে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৫৩ রানে হারিয়েছে বাবরের আজমের দল।
মুলতানে ম্যাচটির মাঝপথে ধূলিঝড় শুরু হয়। যার কারণে খেলা প্রায় ঘণ্টা খানেক বন্ধ থাকে। তখন ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৮ ওভারে। এই সময়ে আগে ব্যাট করা পাকিস্তান ৯ উইকেটে তোলে ২৬৯ রান।
ব্যাট হাতে ৮৬ রানের দারুণ ইনিংস উপহার দেন শাদাব খান। ৭৮ বলে তাঁর ইনিংসে ছিল চার বাউন্ডারি ও তিন ছক্কা। ব্যাটিংয়ের পর বল হাতেও দারুণ অবদান রাখেন তিনি। ৬২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন তিনি। তাই ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতেই।
এ ছাড়া ৬৮ বলে ৬২ রান করেছেন ওপেনার ইমাম উল হক। তাঁর সঙ্গে থাকা ফখর জামান করেছেন ৩৫ রান। বাবর ও রিজওয়ান এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন না। বাবর করেন ১ রান আর রিজওয়ান করেন ১১ রান।
রান তাড়ায় নেমে ৩৭.২ ওভারে ২১৬ রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সর্বোচ্চ ৬০ রান করেন আকিল হোসেন। ৩৭ বলে তাঁর ইনিংসে ছিল ২ বাউন্ডারি ও ছয়টি ছক্কা। বাকিরা তেমন জ্বলে উঠতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৪৮ ওভারে ২৬৯/৯ (ফখর ৩৫, ইমাম ৬২, বাবর ১, রিজওয়ান ১১, হারিস ০, খুশদিল ৩৪, শাদাব ৮৬, নওয়াজ ৮, ওয়াসিম ৬, হাসান ৮*, দাহানি ৪*; সিলস ৬-১-৩৯-১, পল ৯-০-৫৭-২, শেফার্ড ৩-০-১৩-০, ওয়ালশ ১০-০-৬৬-১, পুরান ১০-০-৪৮-৪, আকিল ১০-০-৪৩-১)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৭.২ ওভারে ২১৬ (হোপ ২১, মেয়ার্স ৫, ব্রুকস ১৮, কার্টি ৩৩, পুরান ১১, পাওয়েল ১০, আকিল ৬০, পল ২১, শেফার্ড ১৬, ওয়ালশ ৩, সিলস ০*; হাসান ৫.২-০-২৯-২, দাহানি ৬-০-৩৬-১, ওয়াসিম ৭-১-২১-১, নওয়াজ ১০-১-৫৬-২, শাদাব ৯-১৬২-৪)
ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫৩ রানে জয়ী পাকিস্তান।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জয়ী পাকিস্তান।
ম্যান অব দ্য ম্যাচ: শাদাব খান।
ম্যান অব দ্য সিরিজ: ইমাম-উল-হক।