ক্যারিবীয় আরও ৫ ক্রিকেটার করোনায় আক্রান্ত
সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। পাকিস্তান সফরের শুরুতে তাদের তিন ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। এবার সিরিজ চলাকালীন এলো আরও বড় দুঃসংবাদ। পাকিস্তান সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের আরও পাঁচজন এবার কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান সফরে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে গিয়ে এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নয়জন করোনায় আক্রান্ত হন।
ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে আছেন শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস। আক্রান্ত হয়েছেন দুজন সাপোর্ট স্টাফ। একজন হলেন সহকারী কোচ রডি ইস্টউইক ও দলীয় ফিজিও আকশাই মানসিং।
এর আগে পাকিস্তানের করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের চার জন করোনা পজিটিভ হন। এর মধ্যে তিন জন ক্রিকেটার এবং এক জন সাপোর্ট স্টাফ। প্রথমে আক্রান্তরা হলেন—অলরাউন্ডার রোস্টন চেইস, কাইল মেয়ার্স ও পেসার শেলডন কটরেল। ছয় ক্রিকেটার ও তিনজন সাপোর্ট স্টাফ কোভিড পজিটিভ হয়েছেন। আক্রান্ত সবাইকেই ১০ দিন আইসোলেশনে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সকালে এলো নতুন আক্রান্তদের খবর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, যা শেষ হবে ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে করাচিতে।