ঘোরাঘুরি
কাছের দূরত্বে শতবর্ষের পুরোনো পুজায়
শারদোৎসবে মাতোয়ারা চারদিক। ঢাকের শব্দ আর ভক্তদের পূজা অর্চনায় মুখর হয়ে উঠেছে মন্দিরগুলো। মাতৃ বন্দনায় মুখর সারা দেশের সনাতন ধর্মাবলম্বীরা। যান্ত্রিক জীবনে যাঁরা সময়ের অভাবে পূজা এখনো দেখতে পারেন নাই তাঁরা খুব সহজেই কাছের দূরত্বে ঘুরে আসতে পারেন নারায়নগঞ্জ শহরে।এখানে আমলাপাড়া, নগর খানপুরের পূজা কোনোটার ১৩৪ বছর আবার কোনোটার ১২৫ বছর। আর খরচ মাত্র ৩০ টাকা ট্রেনে গেলে।
যা দেখবেন
নারায়ণগঞ্জ শহরে প্রাণকেন্দ্রে চাষাড়া থেকে খুব কাছের দূরত্বে চলছে মাতৃ আরাধনা। আপনি নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করে সোজা চলে যান নগর খানপুরে। সেখানে প্রবেশ পথে ৫৫ ফুট উঁচু গেইট আপনাকে স্বাগত জানাবে। আর নগর খানপুর পূজা তার ১২৫তম বর্ষে পদার্পণ করেছে। এরপর আপনি চলে যান মিশনপাড়ায়, সেখানে দেখা পাবেন রামকৃষ্ণ মিশনের পূজার। এর পর একে একে চলে যান চাষাঢ়া, সাহাপাড়া, আমলাপাড়া, গলাচিপা, উকিলপাড়া, নন্দীপাড়া, নতুন পালপাড়া। শুধু কয়েক কিলোমিটারের মধ্যে ঘুরে দেখতে পাবেন ৪০টির মতো পূজা।আমলাপাড়ার পূজা পদার্পণ করেছে তার ১৩৪তম বর্ষে। অষ্টমির দিন সকালে রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। প্রতিটি পূজায় মনোলভা ডিজাইন আর নানা বৈচিত্র্যময় আলোকসজ্জা আপনাকে অভিভূত করবে।
যাবেন যেভাবে
ঢাকার যেকোনো প্রান্ত থেকে চলে আসুন কমলাপুর রেলস্টেশনে সেখান থেকে ট্রেনে করে চলে যান নারায়ণগঞ্জে । আর ভাড়া মাত্র ১৫ টাকা।কমলাপুর রেলস্টেশন থেকে প্রতি ঘণ্টায় পাবেন নারায়ণগঞ্জে যাওয়ার জন্য ট্রেন । আর বাসে করে যেতে পারেন নারায়ণগঞ্জে ভাড়া নিবে ৩৬ টাকা (নন এসি বাস), ৫৫ টাকা (এসি বাস)। তো আর দেরি কেন এখনি প্রস্তুতি নিয়ে নিন দুর্গাপূজা দেখতে ঘুরে আসুন নারায়ণগঞ্জ।