ঈদের ছুটিতে
৬১০ টাকায় শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে
ঈদের ছুটির দিনগুলোতে কোথায় যাওয়া যায় নিশ্চয়ই ভাবছেন। আর ঈদের আনন্দে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। তাই যানজট আর কোলাহলমুক্ত পরিবেশে ঈদের আনন্দকে উপভোগ করতে আপনি ঘুরে আসতে পারেন সিলেটের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন থেকে। এটি মূলত সীতেশ বাবুর চিড়িয়াখানা নামেই পরিচিত। সেখানে গেলে দেখা পাবেন বিলুপ্তপ্রায় প্রাণীদের। আর খরচের কথা ভাবছেন, মাত্র ৬১০ টাকা।
যা দেখবেন
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই শুনতে পাবেন পশু-পাখির কিচিরমিচির। তাদের দেখানো পথে এগিয়ে গেলে একের পর এক দেখতে পাবেন বিরল প্রজাতির সোনালি হনুমান, সজারু, হিংস্র মেছো বিড়াল, চারপাশে আতপ চালে গন্ধ ছড়ানো গন্ধগোকুল, পাহাড়ি বক, নিশি বক, সোনালি কচ্ছপ ও অসংখ্য বিরল প্রজাতির পাখি। এ ছাড়া আছে বাংলা লজ্জাবতী বানর, উড়ন্ত কাঠবিড়ালি, অজগর সাপ, হনুমান, মায়া হরিণসহ প্রায় দেড়শ প্রজাতির জীবজন্তু। রয়েছে কালো-হলুদ ডোরাকাটা ত্রিভুজাকৃতির বিলুপ্তপ্রায় শাকিনী সাপ (শংখিনী)। আছে হিমালয়ান সিভিটকেট, মথুরা, সোনালি কচুয়া, বন্য খরগোশ, বন্য রাজহাঁস, লেঞ্জা, বালিহাঁস, প্যারিহাঁস, কোয়েল, লাভবার্ড , চিত্রা হরিণ, বনরুই, বিভিন্ন রঙের খরগোশ, সোনালি খাটাশ, গুইসাপ, ধনেশ, হিমালয়ান টিয়া, ময়না, কাসে-চড়া, কালিম, বাজিরিক, শঙ্খচিল, তোতা, সবুজ ঘুঘু, হরিয়াল প্রভৃতি। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর কর্ণধার সীতেশ বাবু স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে তিন দশক ধরে পরিশ্রম করে যাচ্ছেন। প্রায়ই তিনি বিভিন্ন স্থানে ধরা পড়া বন্যপ্রাণীদের উদ্ধার করে সেবা-শুশ্রূষা দিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেন। এ পর্যন্ত তাঁর এভাবে শুশ্রূষা দিয়ে ছেড়ে দেওয়া প্রাণিকুলের মধ্যে আছে অজগর, বিলুপ্তপ্রায় শকুন, বিলুপ্তপ্রায় ফ্যায়র্স লাঙ্গুরের বাচ্চা, বিভিন্ন রকমের অতিথি পাখি, বনবিড়াল, লজ্জাবতী বানর, বাদামি বানর, ধনেশ পাখি, বিরল প্রজাতির হিমালয়ান পাম সিবেট প্রভৃতি।
কীভাবে যাবেন
ঢাকা থেকে বাস অথবা আন্তনগর ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারেন। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অনেক বাস পাবেন (হানিফ, শ্যামলী, ইউনিক ইত্যাদি)। ভাড়া ২৬৫-৫০০/- অথবা চাইলে সিলেট থেকেও যেতে পারেন শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে অটোরিকশায় যেতে পারবেন সীতেশ বাবুর চিড়িয়াখানায়। ভাড়া নেবে জনপ্রতি ৪০ টাকা করে।