ঈদের ছুটিতে ডে-লং ট্যুরে কেন যাবেন?

১. সময় কম, আনন্দ বেশি
যাদের হাতে বেশি সময় নেই, কিন্তু ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য একদিনের ট্যুর দারুণ এক সুযোগ। সকালে বেরিয়ে রাতে ফিরে আসতে পারবেন, তাই কাজের ব্যস্ততার মাঝেও রিফ্রেশ হওয়া সম্ভব।
২. বাজেট ফ্রেন্ডলি
ডে-লং ট্রিপ সাধারণত কম খরচে হয়। হোটেল বা রাতের থাকার খরচ নেই, শুধু যাতায়াত ও খাবারের খরচ হলেই হয়ে যায়।
৩. স্ট্রেস কম, এনার্জি বেশি
অনেকেরই লম্বা ট্রিপের ঝামেলা নিতে ভালো লাগে না। একদিনের ভ্রমণে সেই বাড়তি চাপ নেই—শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লেই হলো!
৪. নতুন জায়গা ঘোরা সহজ
বাংলাদেশ বা আশপাশে অনেক সুন্দর জায়গা আছে, যা একদিনেই দেখে আসা যায়। যেমন, ঢাকা থেকে মধুপুর, সুন্দরবন, সীতাকুণ্ড, কক্সবাজারের ইনানি সৈকত, অথবা সোনারগাঁও ইত্যাদি।
৫. বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে দারুণ সময় কাটানো
একটা ছোট্ট ট্যুর মানেই কাছের মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ। ব্যস্ত জীবনে পরিবার বা বন্ধুদের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়, তাই একদিনের ভ্রমণ সেই সুযোগ এনে দেয়।
তাহলে, গন্তব্য ঠিক হয়ে গেছে তো?