অস্ট্রেলিয়ায় সৈকতে হাঙরের কামড়ে সার্ফারের মৃত্যু
অস্ট্রেলিয়ার সিডনির ৫৫০ কিলোমিটার উত্তরের এমারাল্ড সৈকতে হাঙরের কামড়ে এক সার্ফারের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
সরকারি প্রাথমিক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স জানায়, প্রত্যক্ষদর্শী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি চিকিৎসা সেবাকর্মীদের যথেষ্ট তৎপরতা সত্ত্বেও দুঃখজনকভাবে রোগীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই সার্ফারের বাহুতে কামড় দিয়েছিল হাঙর। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ হাঙরের আক্রমণের শিকার হয়। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হাঙরের আক্রমণের শিকার হয় যুক্তরাষ্ট্রে।