অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিল পাকিস্তান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/01/17/paakistaan.jpg)
জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে পাকিস্তান।
শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সল সুলতানের বরাতে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
করোনাভাইরাস সংক্রমণ ধারাবাহিকভাবে বেড়ে চলা পাকিস্তানে জরুরি ব্যবহারের জন্য কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়া প্রথম টিকা এটি। পাকিস্তান জানিয়েছে, দেশটি একাধিক উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে।
স্বাস্থ্যমন্ত্রী ফয়সল সুলতান রয়টার্সকে বলেছেন, ‘পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ডিআরএপি) অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকাকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/01/17/paakistaan_0.jpg 592w)
চীন থেকে সিনোফার্মের টিকার ১০ লাখেরও বেশি ডোজ পাওয়ার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ফয়সল সুলতান আরো বলেন, ‘দ্বিপক্ষীয় ক্রয় চুক্তির পাশাপাশি কোভ্যাক্স ফ্যাসালিটির মাধ্যমে আমরা পশ্চিমা ও অন্যান্য টিকা পাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি।’
চীনের টিকার বিস্তারিত তথ্য পাওয়ার পর সেটি পর্যলোচনা করেছে পাকিস্তানের ডিআরএপি। এখন টিকাটি অনুমোদন পাওয়ার অপেক্ষায় আছে।