‘আকাশপথে নিষেধাজ্ঞা প্রত্যাহার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ইঙ্গিত নয়’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/17/saudi.jpg)
এ সপ্তাহে ইসরায়েলের জন্য সৌদি আরবের আকাশসীমায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘটনার মধ্যে দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো ইঙ্গিত বা সম্ভাবনা নেই বলে জানিয়েছে সৌদি আরব। গতকাল শনিবার এমনটি জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এমন তথ্য দেওয়া হয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো সম্পর্ক নেই। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হতে যাচ্ছে, কোনোভাবেই এটা তার পূর্বাভাস নয়।’
গালফ দেশগুলোর জোট জিসিসি ও ইসরায়েলের মধ্যে এমন কোনো প্রতিরক্ষা বিষয়ক চুক্তি নিয়ে আলোচনা চলছে কি না সৌদি আরবের জানা নেই বলে উল্লেখ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
![](http://www.uae.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/17/saudi-insert.jpg)
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল থেকে সৌদি আরবে গমণের আগমুহূর্তে আকাশসীমায় ইসরায়েল থেকে কোনো ধরনের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা তুলে নেয় সৌদি আরব।