আবেগে কাঁদলেন কিম জং উন (ভিডিওসহ)
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাষণ দেন দেশটির শাসক কিম জং উন। এ সময় আবেগপ্রবণ হতে দেখা গেছে কিম জং উনকে। নাগরিকদের জীবন-মানের উন্নতি ঘটাতে নিজের ব্যর্থতা এবং সৈন্যদের ত্যাগের জন্য কৃতজ্ঞতা জানাতে গিয়ে ক্ষমা চাওয়ার সময় কেঁদে ফেলেন কিম।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, অনুষ্ঠানে দেশটিতে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে সহায়তা করায় সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা জানান কিম। ওই অনুষ্ঠানে কিমের ভাষণের একটি ভিডিও রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়, কিমের চোখে পানি গড়িয়ে পড়ছে।
কিম বলেন, উত্তর কোরিয়ায় কেউই করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ায় তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। যদিও অতীতে বেশ কয়েকবার করোনা সংক্রমণ নিয়ে উত্তর কোরিয়ার এই দাবির ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র।
ভাইরাস-প্রতিরোধী ব্যবস্থা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বেশ কয়েকটি টাইফুনের আঘাত দেশের মানুষের জীবনযাত্রা উন্নয়নের ওপর প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেন কিম। তিনি বলেন, ‘আমার প্রচেষ্টা এবং আন্তরিকতা দেশের মানুষকে তাদের জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে পারেনি। যাহোক দেশের জনগণ সবসময় আমাকে বিশ্বাস করে এবং আমার ওপর তাদের সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।’
পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত দেশটির অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে করোনাভাইরাস মহামারি। চীনে ভাইরাসটির উৎপত্তি হওয়ার পর সব সীমান্ত বন্ধ ও দেশটিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করায় উত্তর কোরিয়ার অর্থনীতি প্রায় ভেঙে পড়ছে।