আমিরাতের কোস্টগার্ডের গুলিতে ২ ইরানি জেলে নিহত, আমিরাতের জাহাজ আটক করল তেহরান
পানিসীমা লঙ্ঘন করায় সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ নাবিকসহ আটক করেছে ইরান। পারস্য উপসাগরে ইরানের মাছ ধরার ট্রলারে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই জেলে নিহত হওয়ার পর বিবৃতিতে এ কথা জানিয়েছে তেহরান। এ ছাড়া আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই ইরানি জেলের প্রাণহানির কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান।
ইরানে নিযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের প্রতিবাদ ও বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া ইরানও অবৈধভাবে জলসীমায় প্রবেশ করায় আমিরাতের একটি জাহাজ ও এর নাবিকদের আটক করেছে।
ইরান জানিয়েছে, আরব আমিরাতের কোস্টগার্ড বেআইনি কাজ করেছে। দুই দেশের কোস্টগার্ড দীর্ঘদিন ধরে যে রীতি ও নিয়ম অনুসরণ করে আসছিল, এ ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে এ ঘটনার দায় আরব আমিরাত সরকারের বলে তেহরান জানায়।
একই সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জেলেদের মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে।
এরই মধ্যে আরব আমিরাত সরকার এক শোকবার্তায় ইরানি ট্রলারে গুলি ও দুই জেলে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সব ধরনের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি ঘোষণা করেছে বলে খবর পাওয়া গেছে।