ইইউ-চীন টানাপোড়েনের মধ্যে ফ্রান্স-জার্মানির সঙ্গে চীনের বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। গ্লোবাল টাইমস ও এএনআই’র বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ফ্রান্স ও জার্মান নেতারা ইইউ-চায়না বিনিয়োগ চুক্তিকে সমর্থন জানিয়েছেন। যদিও গত মে মাসে ইইউ’র সঙ্গে চীনের বিনিয়োগ চুক্তি ‘ফ্রিজ’ করতে ভোট দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
ফ্রান্স ও জার্মানির নেতারা জলবায়ু চুক্তি, করোনা মহামারি প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। ইইউ ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। চীনের বিরুদ্ধে ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বিশেষ করে জিনজিয়াং প্রদেশে উইঘুর সংখ্যালঘু মুসলিমদের হত্যা করা হচ্ছে।
গত মার্চের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এর প্রতিবাদে চীনও ইউরোপীয় ইউনিয়নের ১০ কর্মকর্তাকে বহিষ্কার করে। চীন অভিযোগ আনে—এসব কর্মকর্তা জিনজিয়াং সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।
চীনে শ্রমিকদের ক্যাম্পে আটকে রেখে নির্যাতন, সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে চীন সরকারের সাঁড়াশি অভিযান ইত্যাদি রেকর্ড পরিমাণ মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বিগ্ন ইইরোপ। জিনজিয়াংয়ে প্রায় দুই মিলিয়ন উইঘুর এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। তাদের চীন সরকার ক্যাম্পে আটকে শারীরিক-মানসিক ও যৌন নির্যাতন চালাচ্ছে। চীন এসব সংখ্যালঘু নারীদের বন্ধ্যত্বকরণে বাধ্য করছে বলেও অভিযোগ রয়েছে। তবে, চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।