‘ইউক্রেনের বুচা শহরে ছড়িয়ে-ছিটিয়ে মরদেহ, গণকবরে ঠাঁই ২৮০ জনের’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/03/bucha-photo.jpg)
ইউক্রেনের রাজধানী কিয়েভ পুনরুদ্ধার করা হয়েছে এমন দাবি করার পর পর বুচা শহরে শত শত মরদেহ গণকবরে দাফন করছে ইউক্রেনীয় বাহিনী। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে নারী-পুরুষ ছাড়াও রয়েছে শিশুও। এদিকে, এখনও সব মরদেহ সংগ্রহ করা সম্ভব হয়নি। কারণ, আশঙ্কা করা হচ্ছে, মরদেহ দিয়ে মৃত্যুফাঁদ পেতে রেখেছে রুশ বাহিনী। এসব তথ্য জানিয়েছেন শহরটির মেয়র অ্যানাতলি ফেদোরুক। খবর আলজাজিরার।
মেয়র অ্যানাতলি ফেদোরুক বলেন, ‘বুচা শহরে এরই মধ্যে ২৮০ জনকে আমরা গণকবর দিয়েছি। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটির রাস্তাঘাটে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভে আক্রমণ চালাতে শুরু করে রুশ বাহিনী। এর মধ্যে বুচা শহরে ব্যাপক লড়াই চলে। যুদ্ধ শুরুর পর কয়েক সপ্তাহ কিয়েভ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি তা পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। আর এরপরই রাস্তায় পড়ে থাকা মরদেহ দাফনের কাজ শুরু করা হয়।
মেয়র বলছেন, তিনি নিজ চোখে ২২ মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছেন। এর মধ্যে ১৪ বছর বয়সি এক শিশুর মরদেহও দেখেছেন তিনি।
ফেদোরুক দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তাঁর শহরে এমন হত্যাযজ্ঞ চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে পালানোর চেষ্টা করার সময় বেসামরিক এসব মানুষকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে—ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী। তবে, ইউক্রেনের উত্তরাঞ্চলে কিয়েভের আশপাশে ধ্বংস হওয়া রুশ ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/04/03/bucha-inside.jpg 665w)
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওকেকসি আরেস্তোভিচ বলেছেন, চলতি সপ্তাহে কিয়েভের আশপাশের এলাকা থেকে রুশ বাহিনী সরে যাওয়ার পর থেকে ৩০টির বেশি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়েছেন তাঁদের সেনারা। এসব এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করাকে শান্তি আলোচনার অগ্রগতি হিসেবে দেখছে রাশিয়া।
তবে, ইউক্রেন ও তার মিত্ররা বলছে—কিয়েভের আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর পূর্ব ইউক্রেনে মনোযোগ সরিয়ে নিতে বাধ্য হয়েছে রাশিয়া।