ইউক্রেনের রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে ওঠে জরুরি সাইরেন। এর পরের দৃশ্য এমন—শহরজুড়ে যেন শুরু হয় গাড়ির স্রোত। একটি এক্সপ্রেসওয়েতে দেখা যায়—আটকা পড়েছে অসংখ্য গাড়ি। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন শহরের বাসিন্দারা। খবর বিবিসির।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরেই ইউক্রেনে প্রথম গোলাবর্ষণ শুরু হয় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর ও ভিডিওর বরাতে বিবিসি জানিয়েছে, কিয়েভের বাসিন্দাদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানান, তাঁরা বোমা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছুটছেন। ভবনের বেসমেন্টে আশ্রয় নিচ্ছেন অনেকে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে—লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে জানিয়েছেন—কিয়েভের রাস্তায় লোকজন নেই বললেই চলে। অনেক জায়গায় লোকজন এটিম বুথের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন।
লুক হার্ডিং টুইট করেছেন, ‘কিয়েভে আমাদের বেসমেন্ট এখন ছোট ছোট শিশুসহ তাদের পরিবারের লোকজনে ভরা। শিশুরা হাতে রঙিন বই ধরে রয়েছে। হৃদয়বিদারক সে দৃশ্য।’