ইউক্রেনে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে : ডব্লিউএফপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/18/ukraine.jpg)
ইউক্রেনে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে বলে জানিয়েছেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক কর্মকর্তা। অবকাঠামোগুলোর একাংশ ধ্বংস হয়ে গেছে, অনেক মুদি দোকান এবং গুদাম খালি হয়ে গেছে বলে জানান তিনি।
ইউক্রেন সংকটের জন্য ডব্লিউএফপি‘র জরুরি সমন্বয়কারী জ্যাকব কার্ন পোল্যান্ড থেকে ভিডিও লিংকের মাধ্যমে জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। নিরাপত্তাহীনতা এবং ড্রাইভারদের উদাসীনতার কারণে পণ্য সরবরাহ শ্লথগতির হয়ে পড়েছে।’
জ্যাকব কার্ন ইউক্রেনের মারিউপোলের মতো অবরুদ্ধ নগরী নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওইসব স্থানে খাদ্য ও পানি সরবরাহ শেষ হয়ে আসছে এবং তাদের গাড়িবহর এখনও নগরীগুলোতে প্রবেশ করতে পারেনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/18/ukrainecapture.jpg 687w)
ডব্লিউএফপি তাদের গম সরবরাহের প্রায় অর্ধেকই ইউক্রেন থেকে কেনে। জ্যাকব কার্ন বলেছেন, ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সৃষ্ট সংকটে খাবারের দাম একলাফে অনেক বেড়ে গেছে। খবর রয়টার্সের।
তিনি বলেন, ‘খাবারের দাম এ যাবৎকালের মধ্যে বেশি হওয়ায় ডব্লিউএফপি ইউক্রেন সংকটে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, বিশেষ করে ক্ষুধাপীড়িত এলাকাগুলোতে এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন।’
জ্যাকব কার্ন জানান, ডব্লিউএফপি এবছর মুদ্রাস্ফীতি এবং ইউক্রেন সংকটের কারণে খাবারের জন্য মাসে বাড়তি ৭ কোটি ১০ লাখ ডলার দিচ্ছে। এই তহবিলে মাত্র ৪০ লাখ মানুষের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা করা সম্ভব।