ইতালিতে পর্বত ধসে নিহত ৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/04/itaali.jpg)
ইতালীয় আল্পস পর্বতমালার উত্তরাঞ্চলে মারমোলাডা পর্বতে হিমবাহ ধসে অন্তত সাত জন নিহত হয়। ছবি : সংগৃহীত
ইতালীয় আল্পস পর্বতমালার উত্তরাঞ্চলে মারমোলাডা পর্বতে হিমবাহ ধসে অন্তত সাতজন নিহত হয়েছে। এ ছাড়াও অন্তত আটজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
আহত দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত এ ঘটনায় ১৪ জন নিখোঁজ রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে। হিমবাহ ধসের ঘটনায় উদ্ধারকাজে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/04/itaali-insaartt.jpg)
নিহত সাত জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তিন জন ইতালির নাগরিক আর এদের দুজন পর্বতে গাইড হিসেবে কাজ করতেন।
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, “এই দুর্ঘটনা ‘সন্দেহাতীতভাবে’ জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট।”
উল্লেখ্য, আল্পস পর্বতমালার যে মারমোলাডা পর্বতে দুর্ঘটনা ঘটেছে, সেটি ওই অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত।