ইন্টেলের নতুন বোর্ড চেয়ারম্যান বাংলাদেশি-মার্কিনি ওমর ইশরাক
শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলের নতুন বোর্ড চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনি ওমর ইশরাক।
এর আগে চলতি মাসের শুরুর দিকে টেক জায়ান্ট ইন্টেলের বোর্ড চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান অ্যান্ডি ব্রায়ান্ট। তাঁরই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ওমর ইশরাক। অ্যান্ডি ব্রায়ান্ট ২০১২ সালের মে মাসে ইন্টেলের বোর্ড চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন। চলতি বছরের মে মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন ব্রায়ান্ট। সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে মেডিকেল প্রযুক্তি সংস্থা মেডট্রনিকের সদর দপ্তরে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৬৪ বছর বয়সী ওমর ইশরাক ২০১৭ সালের মার্চে ইন্টেলের বোর্ডে যোগ দেন।
মেডট্রনিকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বড় হওয়া ওমর ইশরাক ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে কিংস কলেজ থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে স্নাতক ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ওমর ইশরাক এশিয়া সোসাইটির ট্রাস্টি বোর্ডের একজন সদস্য।