ইমরান খানের দীর্ঘ প্রতীক্ষিত লংমার্চ ২৮ অক্টোবর
সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে লংমার্চের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। আগামী শুক্রবার (২৮ অক্টোবর) এই লংমার্চ অনুষ্ঠিত হবে।
মূলত শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে রাজি করতে এবং আগাম নির্বাচন ঘোষণায় বাধ্য করার জন্য এই লংমার্চ কর্মসূচি পালন করবেন ইমরান। খবর আল-জাজিরার।
মঙ্গলবার দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) লাহোরের লিবার্টি চক এলাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে এই লংমার্চ শুরু হবে এবং তিনি নিজেই এর নেতৃত্ব দেবেন।
ইমরান বলেন, ‘আমরা বেলা ১১টায় লিবার্টি চক এলাকায় জড়ো হবো এবং এরপর আমরা ইসলামাবাদের দিকে মিছিল শুরু করবো’।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকৃত স্বাধীনতা’ অর্জনের জন্য এই লংমার্চ ডাকা হয়েছে এবং প্রতিবাদকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের লক্ষ্য পূরণ করবেন।
লংমার্চে অংশ নেওয়া ব্যক্তিদের শান্তিপূর্ণ থাকার কথা পুনর্ব্যক্ত করে বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘আমরা কোনো সহিংসতার জন্য ইসলামাবাদ যাচ্ছি না; আমরা কোনো আইন ভঙ্গ করব না; আমরা উচ্চ নিরাপত্তা বলয় বলে পরিচিত রেড জোনে প্রবেশ করব না; এবং আমরা রাজধানীতে এমন একটি জায়গায় বিক্ষোভ করব যেখানে সুপ্রিম কোর্টের অনুমতি আছে।’
এর আগে গত ২৫ মে লংমার্চ তথা প্রতিবাদ-মিছিল করেছিলেন ইমরান খান।