ইরাকে শিয়া নেতা মোক্তাদা আল সদরের দল জয়ী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/13/211012-iraq-sadr-mb-0921-7f0a12.jpg)
ইরাকের পার্লামেন্ট নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মোক্তাদা আল সদরের দল জয়ী হয়েছে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তাঁর দলের প্রার্থীরাই বেশি আসনে জয় পেয়েছেন। ‘সদরিস্ট মুভমেন্ট’র এক মুখপাত্র ও কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির দল দেশটির শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইরাকে স্থানীয় সময় রোববার (১০ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের ভোটে ৩২৯টি সংসদীয় আসনের বিপরীতে ১৬৭টি দলের তিন হাজার ২০০ এর বেশি প্রার্থী লড়েছেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে সরাসরি এক বক্তব্যে মোক্তাদা আল সদর বলেছেন, বিদেশি শক্তিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করছেন তিনি। আল সদর বলেন, ‘আমরা (বিদেশি) দূতাবাসের কর্মকর্তাদের আহ্বান জানাব, তারা যেন ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/13/capture_1.jpg 507w)
এ সময় বিজয় মিছিলে অস্ত্র ছাড়াই অংশ নিয়ে আনন্দ উদযাপনের জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান প্রভাবশালী এই রাজনীতিক।
২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করার মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ শিয়া ও কুর্দিদের ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়। সেসময় থেকে শিয়ারাই নেতৃত্ব দিচ্ছে দেশটিতে।