ইরান থেকে প্রথম ফোনকল পাওয়ার আশা পূরণ হলো না ট্রাম্পের
মার্কিন মুলুকে রংধনুর মতো মিলিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার প্রতিপত্তি। প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ধরাশায়ী হয়েছে ট্রাম্পের রিপাবলিকান দল। ট্রাম্পের এমন পরাজয়ের পর ইরান বলেছে, ইরানকে নতজানু করার যে আকাঙ্ক্ষা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোষণ করতেন, তা আর পূর্ণ হলো না।
দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইরানের কাছ থেকে প্রথম ফোনকল পাওয়ার মনোবাসনা বুকে চেপে ট্রাম্পকে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে। খবর পার্স টুডের।
বাইডেনকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করার পর শনিবার রাতে লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ এক টুইটার বার্তায় এ কথা বলেন। তিনি বলেন, ঘৃণা ছড়ানো ছাড়া যে ব্যক্তির আর কোনো কাজ ছিল না শেষ পর্যন্ত তার রাজনৈতিক জীবনের অবসান হয়েছে।
বায়িদিনেজাদ টুইটার বার্তায় আরো বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগ করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেননি ট্রাম্প।
এর আগে শনিবার রাতে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী বাইডেন।
ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা ২৯০টি নিশ্চিত করেছেন বাইডেন।