ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান-রুহানির ফোনালাপ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/16/46712_20181220t092504z_1988233277_rc1652cc30d0_rtrmadp_3_turkeyiran_1545306164999.jpg)
ফিলিস্তিনে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে। আজ রোববার তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান রুহানিকে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে তুরস্ক কঠোর অবস্থান নেবে। এরদোয়ান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিৎ এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেওয়া।
তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই ইসলামি বিশ্বকে অভিন্ন আলোচনা ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে।
ফোনালাপের সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও তাঁরা আলোচনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/16/capture_6.jpg 687w)
গত এক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৫২ জনই শিশু। অপরদিকে আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়।
অপরদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।