ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আল-কুদস কমিটি বাংলাদেশ এবং জাতীয় বিপ্লবী পরিষদ নামের দুটি সংগঠন।
আজ শুক্রবার (২৮ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জুমার নামাজ শেষে সংগঠন দুটি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
জুমাতুল বিদা উপলক্ষে এদিন জাতীয় মসজিদে ছিল মুসল্লিদের ঢল। নামাজ শেষে সালাম ফিরিয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবার বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে তারা একটি মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে যান।
এই বিষয়ে জাতীয় বিল্পবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালিব এহসান বলেন, ‘ফিলিস্তিনিরা আমাদের ভাই। আমাদের ধর্মের মানুষ। তাদের ওপর বারবার ইসরায়েলের এমন হামলা আর মেনে নেওয়া যায় না। বিশ্বের সব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।’

এদিকে অন্যান্য জুমার দিনগুলোর মতো আজও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানে যৌথ বাহিনীর সদস্যরা। সরেজমিনে ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান। এ ছাড়া বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।