উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/02/03/uganda.jpg)
আফ্রিকার দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি এলাকায় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস ও সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে।
উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা আজ বুধবার জানান, যাত্রীবহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসব যাত্রী একটি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।
রেড ক্রস সোসাইটির ওই কর্মকর্তা আরো বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও গাড়ির সঙ্গে কাসেসি থেকে আরো দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরো একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।