এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/07/2021_1.jpg)
এক জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্ত করে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
ওই জুম কলে মর্টগেজ ফার্ম বেটার ডটকমের প্রধান নির্বাহী বিশাল গার্গ বলেছেন, ‘আপনি যদি এই কলে থাকেন তাহলে আপনি দুর্ভাগা সেই দলের সদস্য যাদের ছাঁটাই করা হচ্ছে।’
ওই কলটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বিশাল গার্গের এই কাণ্ডকে ‘শীতল’, ‘কঠোর’, ও ‘ভয়াবহ পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। বড়দিনের উৎসবের আগে আগে এমনটা পুরোপুরিই অমানবিক, বলছেন তারা।
‘শেষবার যখন এমনটা করেছিলাম, তখন কেঁদেছিলাম,’ জুম কলে বরখাস্তের ঘোষণা দেওয়ার সময় বলেন বিশাল।
‘যদি খবরটা অন্যরকম হতো, যদি আমরা ভালো করতে পারতাম,’ কর্মীদের দক্ষতা ও উৎপাদনশীলতায় ঘাটতি এবং বাজারের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে না পারাকে কারণ হিসেবে দেখিয়ে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে বলেন বেটার ডটকমের এই প্রধান নির্বাহী।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/07/capture_2.jpg 664w)
বিশাল গার্গ অবশ্য ওই জুম কলে কয়েকদিন আগেই জাপানি কোম্পানি সফটব্যাংকের কাছ থেকে তাদের প্রতিষ্ঠান যে ৭৫ কোটি ডলার পেয়েছে তা উল্লেখ করেননি।
জুম কলে ৯০০ কর্মীকে বরখাস্তের ঘটনা বেটার ডটকমের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কোম্পানিটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা কেভিন রায়ান বিবিসিকে বলেছেন, বছরের এই সময়ে ছাঁটাই খুবই বেদনাদায়ক।
পরিস্থিতিই এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
তবে এভাবে একসঙ্গে এতজনকে বরখাস্ত করা অনুচিত হয়েছে বলে মনে করেন যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান নির্বাহী অ্যান ফ্রাঙ্কি।