এক ডোজ টিকা নিলেই যাওয়া যাবে সৌদি আরব
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/11/28/t26mqzh2vnmmtmucbe6pv372iu.jpg)
কোভিড-১৯ টিকার মাত্র একটি ডোজ নেওয়া থাকলেই ‘বিশ্বের সব দেশ’ থেকে সৌদি আরবে যাওয়া যাবে। গতকাল শনিবার সৌদি কর্তৃপক্ষ এই তথ্য জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট ঘিরে বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যেই নতুন ভ্রমণ নির্দেশিকা দিল সৌদি। নতুন ওই নির্দেশনা অনুযায়ী ওমিক্রন ভ্যারিয়েন্ট ঘিরে আতঙ্কের কারণে আফ্রিকার সাতটি দেশের বিরুদ্ধে ফ্লাইট নিষেধাজ্ঞা আরোপের একদিনের মাথায় নতুন এই নির্দেশনা দিল দেশটি।
রোববার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভ্রমণ বিষয়ক নতুন এই নির্দেশনা জারি করা হয়। আগামী শনিবার (৪ ডিসেম্বর) থেকে এটি কার্যকর হবে। অবশ্য শনিবারের ওই নির্দেশনায় আফ্রিকার দেশগুলোতে বিমান চলাচল বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোভিড-১৯ টিকার মাত্র একটি ডোজ নেওয়া থাকলেই কোনো ব্যক্তি আগামী ৪ ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সৌদিতে প্রবেশের পর সবাইকেই তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/11/28/capture5.jpg 521w)
এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসোথো এবং এসওয়াতিনির সঙ্গে বিমান চলাচল স্থগিত করে সৌদি আরব। গত বুধবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন এই ধরনটি প্রথম শনাক্ত হয়। এরপর সেটি বতসোয়ানা, হংকং, যুক্তরাজ্য ও জার্মানিসহ বিশ্বের বেশ কিছু দেশে ছড়িয়ে পড়ে।
একজন বিশেষজ্ঞ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়ংকর’ বলে আখ্যায়িত করেছেন। এমনকি করোনার এই ধরন মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতাকেও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘ওমিক্রন’ নাম দিয়েছে।