এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে মালয়েশিয়ায় ভার্চুয়াল কনসার্ট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/07/malaysia.jpg)
১৯ বছরে পদার্পণ উপলক্ষে ‘প্রবাসীদের হৃদয় জুড়ে’ শিরোনামে ভার্চুয়াল কনসার্টের আয়োজন করেছে মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরাম। আগামীকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ১১টা ও বাংলাদেশ সময় রাত ৯টায় এই ভার্চুয়াল কনসার্টটি অনুষ্ঠিত হবে।
ভার্চুয়াল এই কনসার্টে অংশ নেবেন দেশ-বিদেশের ছয় সংগীতশিল্পী। তাঁরা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুকসার রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুদেষ্ণা সাহা সৃষ্টি, খুদে গানরাজ ২০১৫ সালের টপ টেনের শিল্পী মেরাজ হোসেন স্বাধীন, একুশে টেলিভিশন আয়োজিত নাচে গানে নাম্বার ওয়ান ২০০৯ সালের দ্বিতীয় রানার আপ শিল্পী সুমাইয়া নীলা, চলচ্চিত্র সংগীতশিল্পী সুলতানা জ্যোৎস্না ও মালয়েশিয়া প্রবাসী শিল্পী সোহানুর রহমান সোহান।
আঁখি মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান। ভার্চুয়াল কনসার্টটি সরাসরি সম্প্রচার হবে এনটিভি মালয়েশিয়া অফিসিয়াল ফেসবুক পেজে।