এবার ইরাকে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রোববার একাধিক রকেট হামলা চালানো হয়েছে। মার্কিন সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে এ খবর জানায় বার্তা সংস্থা এএফপি।
ইরাকে মার্কিন কোনো স্থাপনায় চালানো এটি সর্বশেষ হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাগদাদের কড়া নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনে মার্কিন দূতাবাস অবস্থিত। এএফপির সংবাদদাতা জানান, সেখান থেকে তিনি বড় ধরনের একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এর পরপরই ওই এলাকায় বিমান প্রদক্ষিণ করতে দেখা গেছে।
বাগদাদে অবস্থিত মার্কিন ঘাঁটি কিংবা এর কাছেই থাকা আমেরিকান দূতাবাস লক্ষ্য করে গত অক্টোবর থেকে এ পর্যন্ত উনিশ দফা হামলা চালানো হয়েছে।
এসব হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই এসব হামলার জন্য ইরান সমর্থিত হাশেদ আল শাবি গ্রুপের দিকে আঙুল তুলে আসছে।