এবার সাড়া ফেলেছে বার্নি স্যান্ডার্সের পুতুল
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে বর্ষীয়ান সিনেটর বার্নি স্যান্ডার্সের জবুথবু হয়ে বসে থাকার দৃশ্য সাড়া ফেলে দেয় বিশ্বজুড়ে। সেই দৃশ্য নিয়ে বিচিত্র্যসব মিম ভাইরাল হয় অনলাইন দুনিয়ায়।
মজার ব্যাপার হচ্ছে, বার্নি নিজেই সেই দৃশ্য নিয়ে সোয়েট শার্ট বানিয়ে বিক্রি করছেন। সেখান থেকে সংগৃহীত অর্থ একটি দাতব্য সংস্থাকে দান করে দিয়েছেন।
এবার সেই ছবি নিয়ে হাতে বানানো পুতুল বিক্রি করছেন টেক্সাসের পুতুল কারিগর টবি কিং। মঙ্গলবার এক নিলামে সেই পুতুল বিক্রি করে ৪০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছেন টবি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওই পুতুল বিক্রির টাকা দেওয়া হবে মিলস অন ওয়েলস আমেরিকা নামে এক দাতব্য সংস্থাকে। দুস্থ ও গৃহহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়ে থাকে সংস্থাটি।
বাইডেনের অভিষেক অনুষ্ঠানে গায়ে শীতের জ্যাকেট, মুখে মাস্ক ও হাতে উলের মোজা পরে চেয়ারে জবুথবু হয়ে বসে ছিলেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। সেই মুহূর্তটি ধারণ করেন এএফপির চিত্রগ্রাহক ব্রেনড্যান মিয়ালোস্কি। মুহূর্তের মধ্যেই ছবিটি এডিট করে মজার সব মিম তৈরি করে অনলাইন দুনিয়ায় ছড়িয়ে দেন নেটিজেনরা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, হলিউড অভিনেতা রায়ান রেনল্ড, কেভিন হার্ট, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও বার্নিকে নিয়ে বানানো এই মিমের খেলায় অংশ নিয়েছেন।