এবার স্পুটনিক-ভি ভ্যাকসিন উৎপাদনের অনুমতি চাইল সিরাম
রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন উৎপাদনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে অনুমতি চেয়েছে আবেদন করেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এর আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন (কোভিশিল্ড) উৎপাদনের অনুমতি পায় প্রতিষ্ঠানটি।
বর্তমানে ভারতে ডক্টর রেড্ডিজ গবেষণাগারে উৎপাদন হচ্ছে রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনটি। পুনেভিত্তিক সিরাম ইনস্টিটিউট উৎপাদনের পাশাপাশি ভ্যাকসিনটির পরীক্ষা ও পর্যবেক্ষণেরও অনুমতি চেয়েছে। খবর এনডিটিভির।
বুধবার ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদনপত্র পাঠিয়েছে সিরাম ইনস্টিটিউট। যদিও এ বিষয়ে ড্রাগ কন্ট্রোলারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
একটি সুত্র বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বুধবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন উৎপাদনের জন্য অনুমতি চেয়েছে আবেদন করেছে।’
এদিকে সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, জুন মাসে কোভিশিল্ড ভ্যাকসিনের ১০ কোটি ডোজ উৎপাদন করতে পারবে সিরাম। আগামী দিনে কোভিশিল্ডের উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে ব্যাপক সংক্রমণের মধ্যে ভ্যাকসিনের সঙ্কটের ফলে আরও বেশি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্যাকসিনের সঙ্কট নিয়ে রাজ্যগুলো বারবার সরব হয়েছে।
পর্যাপ্ত ভ্যাকসিন না পাওয়ার কারণে অনেক রাজ্যে ১৮-৪৪ বছর বয়সীদের টিকাদান কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। ভ্যাকসিন সরবরাহ ও সঙ্কট নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক রাজ্য।