ওমিক্রন : অবকাশ পরিকল্পনা বাতিলের আহ্বান ডব্লিউএইচও’র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/21/who.jpg)
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে মানুষজনকে অবকাশকালীন পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, ‘একটি জীবন বাতিলের চেয়ে একটি অনুষ্ঠান বাতিল হওয়া ভালো। এজন্য কঠিন সিদ্ধান্তগুলো অবশ্যই নিতে হবে। কিছু অনুষ্ঠান বাতিল এবং কিছু পেছানো লাগতে পারে।’
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ‘এখন প্রমাণ হাতে এসেছে যে, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়্যান্টের চেয়ে দ্রুত ছড়াচ্ছে।’
টেড্রোস আধানম এমন সময় ছুটির সময়কার পরিকল্পনা বাতিল করতে বলছেন, যখন ফ্রান্স-জার্মানিসহ অনেক দেশ তাদের লোকজনের চলাচলে আরোপিত কোভিড নীতিমালায় কড়াকড়ি এনেছে। ক্রিসমাসের সময় পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করে দিয়েছে নেদারল্যান্ডস।
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশের বেশি ওমিক্রনে আক্রান্ত বলে জানা গেছে। তবে সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এখনই লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/21/who-insert.jpg 687w)
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম বলেছেন, ‘২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিলে আগামী বছরের মধ্যে মহামারির অবসান সম্ভব।’