ডব্লিউএইচওতে পুনরায় যোগদানের বিষয় বিবেচনার আশ্বাস ট্রাম্পের

কোভিড-১৯ মহামারী এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ভুল ব্যবস্থাপনার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুনরায় যোগদানের কথা বিবেচনা করতে পারি। খবর রয়টার্সের।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, “হয়তো আমরা আবারও এটা করার কথা ভাবতে পারি, জানি না। হয়তো পারি। তবে তাদের নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।”
২০২৬ সালের ২২ জানুয়ারি ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার সময় নির্ধারিত রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্প এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
ডব্লিউএইচওতে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় আর্থিক সহযোগী। সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৮ শতাংশই যুক্তরাষ্ট্র দিয়ে থাকে। ডব্লিউএইচও'র সর্বশেষ দুই বছরের বাজেট ছিল ৬.৮ বিলিয়ন ডলার।
লাস ভেগাসের জনসমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে চীনের চেয়ে বেশি অর্থ প্রদান করে, যা আমাকে অসন্তুষ্ট করেছে। কারণ চীনের জনসংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে আনুমানিক ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করতে বলবেন, যা এর আগে প্রতিশ্রুত ৬০০ বিলিয়ন ডলার থেকে বেশি।
গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে জানান, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্ধিত বিনিয়োগ ও বাণিজ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব।